ঋতুভিত্তিক কত আয়োজন প্রকৃতির বুকে
মহাকালের এই বিচিত্র সংসারে !
নিয়মের বেড়াজালে নিঃসঙ্গ কঙ্কাল শরীরে
আপন অস্তিত্বেই ফুঁটিয়ে তোলে
তারই শরীরে।
রক্ত রঙে রাঙিয়ে
পলাশ-শিমুলের নবযৌবনের বসন্তে।
প্রকৃতি পাখি আর সবুজ এক হয়ে যায়
আমরই অস্তিত্বের মাঝে স্মৃতির পাতায়
রাতেভেজ নক্ষত্র জেগে ওঠে!
নীল আসমান আর ফসলি জমিনে
শূন্যবুকে চুপিসারে উঁকিদেয়
প্রকৃতি প্রেমিকের জানালায়।
সব রঙ মুছে আগুন আর সবুজ নিয়ে
মেতে উঠে প্রকৃতির বুকে
তারই শরীরে
রক্ত ঝরানো ফাগুনে।
ফুলে ফুলে মৌমাছি
নাচি নাচি গানে গানে
প্রকৃতির বুকে রক্ত ঝরা ফাগুনে।