তাজা খুনে লাল হয়েছি আমরা জনতা,
কণ্ঠে মোদের মুক্তি কাঁদে বিজয়ের মমতা।
গৌরবেরি মুক্তি সে তো ষোলই ডিসেম্বর,
শ্রাবণেরই অমা রাতে শূন্যে তড়িৎ দিগম্বর।
দেশ জনতার কণ্ঠে ছিল স্বাধীনতার ডাক,
আমরা অরুণ, দেশের তরে নিত্য মারি হাক।
সব ভুলে যাই, গড়তে মোদের দেশের ভবিষ্যৎ,
আঁধার রাতে নাঙ্গা পায়ে আমরা ধরি নিত্য নব পথ।
তাজা খুনের রক্তে লেখা বাঙালির জীবন ইতিহাস,
স্বাধীন মোরা আজকে আজি নয় তো কারো দাস।
বীর শহীদের স্বপ্নে দেখা আমাদের আশার ভবিষ্যৎ ,
আমরা তরুণ গড়ব স্বদেশ। রক্তের শপথ।