ইলশে গুড়ি বৃষ্টি
কাশফুল শরতের কৃষ্টি,
সাদা মেঘের পরে রঙধনু
প্রকৃতিতে বাজে বেণু।
বর্ষা বিদায় শরৎ হাসে
মুক্তদানা দূর্বাঘাসে,
রোদ বৃষ্টির লুকোচুরি
নীলাকাশে রঙিন ঘুড়ি।
পালতোলা নৌকা চলে
দস্যি ছেলে দলে দলে,
শরৎ গেলো হেমন্ত এলো
গোধূলির এ রঙিন ধুলো।
গ্রাম বাংলায় সোনালী ধনে
মিষ্টি রোদে শীত আনে,
আনন্দমেলা আজ পরবাসে
ইণ্টারনেটে দিন চষে।
(২৪ সেপ্টম্বর ২০১৭)