কে কার দায়ভার নেয়!
সবাই অধিকার আদয়ে ব্যস্ত
কেউ স্বার্থ হাসিলে রঙচঙ মিশিয়ে উষ্কে দেয়!
দ্বন্দ্ব সংঘাতে তৃতীয়পক্ষ মুচকি হাসে গোপনে,
মিথ্যা গুজবে ভাইরাল করে দেয় অন্দোলন।
তখন অধিকার আর অধিকার থাকে না,
মারমুখী আগ্রাসী সিদ্ধান্ত - সংঘাতে রূপ নেয়
রাজনৈতিক নেতারা ক্ষমতার স্বার্থে উষ্কে দেয়
চালিয়ে যা আছি সাথে ---
তখন সরকার কিংবা ষড়যন্ত্রকারীরা কেউ কি দায়ভার নেয়!
রাজপথ রক্তে রঞ্চিত হয় - অধিকার থাকে দূরে
সাহায্যে এগিয়ে আসে না কেউ, থাকে গোপন ঘরে।
সুযোগ খোঁজে নানা অজুহাতে ক্ষমতা দখলের!
সরকার কিংবা বিরোধী পক্ষ, গোপন বৈঠক চলে দিনরাত ---
রাষ্ট্রের ক্ষতি হয় হোক - তবু ক্ষমতা চাই !
রাষ্ট্রের ক্ষতি আর মৃত্যুর কে তার দায়ভার নেয়!