স্বাধীনতা আর মুক্তি
অধিকার আদয়ে থাকতে হয় ভক্তি,
জীবনাবর্তন ঘটে মুক্তদিগন্তে
মুক্তমনে মুক্তচিন্তায় স্বাধীনতা আসে অজান্তে।
দূর বহুদূর পথ পেরিয়ে
শাসন শোষণ নীপিড়ন নির্যাতন সয়ে সয়ে,
আপন মাতৃভূমিকে ভালোবেসে
মুক্তি সংগ্রামে ছুটেছে আপন আপন বেশে।
সোনর বাংলাকে ওরা করেছে শ্মশান
পরাধীনতার শৃঙ্খল থেকে হয় অবসান,
যদি থাকে বিশ্বাস ভক্তি-শ্রদ্ধা
তবে দমানোর কারো থাকে না স্পর্ধা।
(০৮ ডিসেম্বর ২০১৮)