আবার জেগেছে জনতা বিপুল উচ্ছ্বাসে
মুক্তির অম্বেষণ ঘরে ঘরে,
রাজপথে, পার্কে, শহিদ মিনারে, স্মৃতিসৌধে
নবজাগরণের প্রজন্ম চত্ত্বরে।
বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে
বাংলার পথে পথে,
মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন তরুণ প্রজন্ম
উচ্ছ্বাসিত আর দৃঢ় প্রতীজ্ঞ।
আবার জেগেছে মানুষ বিজ্ঞানের মুক্তচিন্তায়
মুক্ত আদর্শের অসাম্প্রদায়িকতায়,
তরুণ প্রজন্ম ইতিহসে পরাধীনতার গ্লাণি পড়ে
বিরোধীতাকারীদের চেনে।
জাতির অস্তিত্বে আমাদের আত্মপরিচয়ে
এক হও জাতির সংকটে,
একাত্তরের জঞ্জাল সরাতে জেগেছে তরুণ
রাজপথে জেগেছে জনতা।
(৩০ মার্চ ২০১৩)