চৈত্রদিনের অন্তর্লীন প্রবাহ
বেদনায় পোড়ে ধ্রুবদেশে,
খরতাপে সখ্যতা গড়ে চক্রব্যূহে।
অনিদ্রার ধূসর ভুল পথে চলে
কিলো কিলো মাইল পথ।
নিভৃতে দুঃখ স্রেতের নির্জনতায়!
চৈত্রের ধুঁ ধু প্রান্তে কিংবা
ভরা পূর্ণিমার টলমল দীঘির পাড়ে;
অদৃশ্য আড়ালে জোনাকির নৃত্য
মহুয়া বনে কাঁচুলি খুলে চলে
ঘুমন্ত প্রাসাদে।
হাসনাহেনা, বকুলের গন্ধে ভেসে যায়
রাতচেরা কৌমুদিনীর গোঙ্গানি।
চৈত্রের বিনম্র রাতের নক্ষত্র
নীরবে হাসে রাতের ছোঁয়ায়।
দিনের আলোয় খরতাপে পোড়ে
বাতাসে শিমুল তুলা উড়ে উড়ে
ছুঁয়ে যায় মায়াময় ভূতল।
(০৩ এপ্রিল ২০১৫)