আশাগুলো অপূর্ণ থেকে যায়
ইচ্ছের কি কেউ দাম দেয়!
একই পথে হাঁটি
নীরবে কাঁদি মাঝরাতে!
কখনো বা নীলাভ অন্ধকারে।
উপহাসই ঘুরে ফিরে ভীড় করে,
কলঙ্ক ছুঁয়ে শ্রীহীন করে।
প্রতিচ্ছায়া অহরহ ইচ্ছে জুড়ে থাকে,
অশ্রুবানে রক্তিম দেহ-মন ঝোঁকে!
শরীর জুড়ে অভিসম্পাতের বেদনা,
মুক্তির আশা, ব্যর্থতার নিশানা।
কুয়াশা জড়ানো নয়নে
মেলে না ইচ্ছের প্রতিচ্ছবি ভূবনে।
(১২ ফেব্রুয়ারি ২০১১)