বৈষয়িক পরিবর্তনে স্বপ্ন আজ স্থবির,
কালে কালে আকাঙ্খা বেড়েছে, তবু বধির!
স্বপ্নটা হচ্ছে শিক্ষা, জ্ঞানার্জন, শিষ্টাচার;
বৈষয়িক প্রাপ্তিতে স্বপ্নটা আজ স্থির কদাকর।
প্রাপ্তিযোগ উদ্দেশ্যহীন, আদর্শহীন জীবনের হাতছানি;
আমাদের প্রাপ্তিযোগ ঐ টাকার দিকে, সম্পদের টানাটানি।
আমাদের সম্পদশালী আর উঠতি জ্ঞানীরা বিদেশমুখী,
এলিট আর ধনীরা বিদেশে টাকা পাচার করেই সুখী।
আমাদের সবাইকে তাকাতে হবে নিজের দিকে,
                    সকল ষড়যন্ত্র রুখে।
মধ্যবিত্তরা অসম্ভব স্বপ্নকে সম্ভব করতে পারে,
রাষ্ট্র সমাজের বড় বড় পরিবর্তন ঐ মধ্যবিত্তের হাত ধরে।
উচ্চবিত্তরা থাকে সম্পদ নিয়ে, ব্যক্তি স্বপ্নচরণে,
আরো আরো বেশি সম্পদ আহরণে।
নব-উদ্দীপনা প্রতিযোগিতার বাজারে, আপন কাজে;
পুঁজিবাদের মুনাফা উন্মত্ততা গণতন্ত্র সমাজে।
মানবতা ও প্রকৃতি সবকিছু খোঁজে শত্রুতা,
গতি তার বিশ্বজুড়ে ধ্বংসের মাঝে বাড়ে ব্যস্ততা।
দাসপ্রথা ভেঙ্গে সামন্তপ্রথা তারপর পুঁজিবাদতন্ত্র,
           সাম্যের ভিত্তিতে সম্পদের বণ্টন
এলিটের কাছে টিকল না সমাজতন্ত্র।
বৈষয়িক পরিবর্তনে বিশ্বজুড়ে সর্বত্র ভয়,
প্রাপ্তিতে ধনি-গরিবের ব্যবধান থেকেই রয়।
(১২ জানুয়ারি ২০১৯)