দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির অত্যাচারে
সুশাসন আজ পরাভূত;
নিত্যনৈমিত্তিক ঘটনায় মানুষ স্তম্ভিত
আতঙ্কিত আশাহত।
প্রতিহিংসা আর অপরাজনীতির
যাতাকলে জনগণ নিষ্পেষিত,
মানবাধিকার, সুশীল সমাজ, বুদ্ধিজীবিরা
মনভোলানো বক্তব্য দিতে ব্যস্ত।
দেয় না কোন সমাধানের উপায়
প্রতিকারের থিওরি, শুধুই সমালোচনা;
রাষ্ট্রীয় সন্ত্রাস ঘুরে ফিরে একই সুর,
ভুক্তভূগি জনগণের হয় না চেতনা।
অবৈধ পথে অর্থ উপার্জন আর
হিংসা বিদ্বেষের প্রতিযোগিতা,
ক্ষমতার লোভ, দ্বন্দ্ব-সংঘাতে
আমার ক্ষমতা চাই, ক্ষমতা।
আমাদের নৈতিকতা অধঃপতনের দিকে,
ধবংসের দিকে নিয়ে যাচ্ছে;
বিবেক নৈতিকতা ত্রাহি ত্রাহি করছে
অপরাধীরা অপরাধ করেই পার পাচ্ছে।
ধরা ছোঁয়ার বাইরে যেন অদৃশ্য,
আইন শৃঙ্খলা বাহিনীর সামনে ঘুরছে;
এসব কারণে মানুষ আস্থা হারাচ্ছে
বিশ্বাসের জায়গাতে চিড় ধরছে।
খেটে খাওয়া মানুষগুলো
অর্থ আর রাজনীতির কাছে বিবেক ডুবাচ্ছে,
ন্যায় বিচার তার নিজস্ব পথ হারিয়ে
অন্ধপথে খাবি খাচ্ছে।
(০১ আগস্ট ২০১৩)