রঙের খেলা রংধনুতে
রঙে রঙে মিশে রঙের ক্যানভাসে,
অপরূপ কারুকাজ,
রঙের সাজ
দেখতে চমৎকার,
আহা অপূর্ব রঙ তার।
দূরাকাশে নীলিমায় মেঘের দেশে,
রঙধনু গোলাকার অর্ধচন্দ্র বেশে।
ঝিরঝির বৃষ্টির মাঝে সূর্যের আলো,
রঙে রঙে মিশে থাকে রঙের আলো।
অপরূপ সৃষ্টি রঙের খেলা,
রংধনু রঙেতে রঙের মেলা।
সংক্ষেপে রঙের নাম “বেণীআসহকলা”,
রংধনু রঙেতে রঙের মেলা।
(২৮ জুলাই ২০১২)