চারিদিকে দেখ ঐ কত সব রটনা ঘটনা!
কোনটি বেশি রটে, আবার কোনটি কেউ জানে না।
আমাদের সমাজে বুদ্ধিমান জ্ঞানীর খুবই অভাব!
জানে না সঠিক তবু তর্ক করাই তাদের স্বভাব।
করবে না কোন কাজ, সমালোচনায় পটু ওস্তাদ;
পান থেকে চুন খসলেই দেয় তারা অপবাদ।
ছেলেটা বেশ ভালো, এতো কষ্ট তবু দেখো রেজাল্ট!
প্রেম করে গোল্লায় গেছে, পাল্টিয়ে দেয় ভোল্ট।
আগেই বলে ছিলাম, বংশ পরিচয় দেখতে হবে না!
হয়ত নকল করে রেজাল্ট করেছে, ওর কথা বলো না।
দু’দিন পরে যখন সরকারি ক্যাডার,
তখন আবার বলে, ওতো জিনিয়াস ওতো হবে অফিসার।
সত্য মিথ্যা ফুলিয়ে ফুপিয়ে গুজব রটায় কৌশলে,
মুহুর্তে নীতি আদর্শ পাল্টিয়ে, যোগ দেয় সুবিধাবাদির দলে।
চায়ের কাপে ঝড় তোলে রাষ্ট্র বা সমাজের কাজে,
পরামর্শ দিবে না বলবে, আগেই বলেছিলাম ওএকটা বাজে।
কোন কারণে চাকরি গেলে বলবে, বংশ পরিচয় দেখতে হবে না!
আগেই বলেছিলাম, চাকরি পেলে কি হবে! টিকতে পারবে না।
আমাদের স্বভাব, আত্মসমালোচনা না করে, সমালোচনা করা;
সমাজ সাবধান। দরকার ঐসব গুজব রটনাকারী দূর করা।
(২৫ নভেম্বর ২০১০)