মিছিলে মিছিলে মুখরিত শহর
বাতাসে রক্তের গন্ধ,
নিশিদিন চলে গোপন ষড়যন্ত্র
মানব সংসারে।
রক্তমাখা স্বপ্ন নিয়ে চলি প্রভাত ফেরিতে
আনন্দ অশ্রুর ফাগুন বসন্তে।
জীবন মৃত্যুর রক্তমাখা অস্তিত্বে
তৃষ্ণার্ত স্বদেশের অনুভবে,
অস্থিরতা বাড়ে প্রত্যুষে অন্তরাত্মা জুড়ে
ফিরে আসি ক্রন্দন ধ্বনি নিয়ে;
মিছিলে মুখরিত শহর তবুও বিষণ্নতা!
গোপন ক্রন্দন ধ্বনি অবিনশ্বর অন্তরে
তবুও চলি প্রভাত ফেরিতে।
স্মৃতি বিজড়িত স্থানগুলো করেছে প্রশ্নবিদ্ধ!
বাতাসে রক্তের গন্ধ।
মিছিলে মুখরিত শহর সমকালীন ভাবনায়
আগামীর প্রত্যাশায়;
প্রভাত ফেরিতে চলি স্বদেশীয় ভাবনায়
বিজয়ের গৌরব গাঁথায়।
কুৎসিত নগ্নতায় আজও মেতে ওঠে ক্ষণে ক্ষণে
লাল-সবুজের পতাকা নিয়ে,
মিছিলে মুখরিত শহর তৃষ্ণার্ত স্বদেশী চিন্তায়
প্রভাত ফেরিতে চলি স্বদেশী ভাবনায়।