কি দিবো প্রতিশ্রুতি তোমায়
কি নামে ডাকব বলো!
আজও দেখি অন্ধকারে বিষণ্নতা
হঠাৎ ব্যর্থ আস্ফালন।
তারই মাঝে চলি আশ্বাসে,
দুশ্চিন্তায় থাকি চঞ্চলতা ভুলে;
আত্মবিশ্বাস ভেঙ্গে অতর্কিত আহবানে।
কি নামে ডাকব বলো?
কি দিব প্রতিশ্রুতি!
নিভে গেছে আতস প্রদীপ
আঁধার রাতে নামঠিকানা প্রশ্নাতীত!
জল তরঙ্গের মাঝে আলেয়ার আলো,
সদ্যস্নাত শিশির সকালে
হৃদপিণ্ডের বিষণ্ন আহবান।
কি দিবো প্রতিশ্রুতি তোমায়
সব কাজ ফেলে।