দূরে দৃষ্টি মেলে ভাবছে ক্ষণে ক্ষণে,
সর্বাঙ্গে আঁধার ক্লান্তির ছাপ বদনে;
চিবুকে হাত ঠেকিয়ে কী যেন বলে প্রতিক্ষণে!
ক্লান্তির ছাপ নিরব শোষণে।
বিদ্ধস্ত নীলিমার নিচে,
দ্বিধাহীন ভাবে ঘোরে পীছে।
আমি আছি গ্রাম-বাংলার অন্তরে,
প্রতিক্ষণে আলো আঁধারে।
স্মৃতির ঘনঘোর মেঘ মমতায়,
প্রতিক্ষণে রক্তঋণের বাংলায়।
স্মৃতিজ্বলে জনতার উল্লাসে,
মুক্তির গুণকীর্তণ বিজয় দিবসে।
(১৭ আগষ্ট ২০০৯)