ইসলাম আছে সকল মুসলমানের অন্তরে ।
তাই আজ বড় বেশি দরকার গণতন্ত্র হেফাজতের।
এদেশে ইসলাম আছে ইসলাম থাকবে,
অন্য ধর্মের মানুষের প্রতি ইসলাম সহনশীল
তাই তো ইসলাম মহান ধর্ম! মানবতার আদর্শ।
মিথ্যা বলার জন্য দেশ-জাতির কাছে
ক্ষমা চেয়ে নিন, নিজ অপকর্ম কাজে।
বারবার ষড়যন্ত্র করেছে দেশ-জাতির বিরুদ্ধে,
হয়ত সাময়িক বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে
অস্থিতিশীল আর জাতিকে বিভেদ করবে।
পরক্ষণে ভুলবুঝে আবার ফেরে মুসলমান,
তাই এদেশে সত্য-মিথ্যা বিচারে
ঈমান নিয়ে বেঁচে থাকা দুষ্কর।