ওরা শান্তি চায় না, গণতন্ত্রের ধারধারে না
ওরা চেয়েছিল পরাধীনতার শিকল পরে থাকতে,
তাই আজ আমাদের দরকার একতা,
জাতিভেদ-বর্ণভেদ ভুলে চলি গণতন্ত্রের মিছিলে।
মিথ্যা-গুজবে কান না দিয়ে, সত্য-মিথ্যা যাচাইয়ে
আপন কর্মপথে চলি শান্তির পতাকা তলে।
এদেশ বিভিন্ন সম্প্রদয় মিলে সম্প্রীতির দেশ,
এখানে রাষ্ট্রীয় এবং ধর্মীয় উৎসব হয় মিলেমিশে।
বিশ্বের সবচেয়ে বড় ঈদের জামাত এদেশে,
ইসলাম আছে ইসলাম থাকবে এদেশে।
আমাদের সবচেয়ে দরকার গণতন্ত্র হেফাজতের।
(১৯ মে ২০১৩, রবিবার)