এ শহরে বিত্তবৈভব
আর চরম দারিদ্রের সহবস্থান,
বায়ু আর শব্দ দূষণে
প্রকৃতি থেকে বিচ্ছিন্ন জীবন যাপন।
ভৌত অবকাঠােেমার নিরাপত্তায়
জীবন হুমকির সম্মুখীন,
প্রযুক্তি নির্ভর নিঃসঙ্গ জীবন
যৌথ পরিবার আজ অস্তিত্বহীন।
স্বার্থবাদী গণতন্ত্র আজ
নিখাদ পুঁজিবাদী গণতন্ত্রের শোষণ,
পেশিশক্তি, অর্থশক্তি, দুর্র্নীতি
বিশ্বে গণতন্ত্রকে করছে দূষণ।
দুর্নীতির অপ্রতিরোধ্য লাগামহীন
ঘূর্ণিতে আমরা অধঃপতিত,
আত্মসমালোচনা করি না
বলেই আমাদের সম্মান লুণ্ঠিত।
আত্মশুদ্ধির সময় এসেছে
বিত্তবৈভব ভুলে জনদরদী হও,
অন্ধ আবেগ ভুলে, দেশপ্রিেম হয়ে,
স্বজাতির প্রতি মমতা বাড়াও।