প্রজাপতি প্রজাপতি
কোথায় তোমার বাড়ি?
ফুলের পরে ঘুমিয়ে পড়ি
ফুলবাগানে বাড়ি।
ফুলে ফুলে উড়ে বেড়াই
ফুলের মধু খাই,
ছোট বড় সব ফুলই সমান
সবার কাছে যাই।
ফুলের পরে আস্তে বসে
আস্তে চুমু খাই,
ফুল বাগানে বাড়ি আমার
ফুলের কাছে যাই।
প্রজাপতি, আমরা যে ভাই
ফুলই মোদের প্রাণ,
ফুলের পরে বসলে মোরা
ফুল যে ছড়ায় ঘ্রাণ।
ফুলপরিরা সুবাস ছড়ায়
প্রজাপতির রঙিন ডানায়,
ফুলের মধু খেয়ে আমরা
যে ভাই পরাগায়ন ঘটায়।
(১৯জুন ২০০৯)