শতাব্দীর ঘুম হৃদয়ের গলিপথে
স্বাপ্নিক প্রহেলিকা তার সাথে।
যেন কলঙ্কিত পাপমোচন!
সে দোলাচলে স্বপ্ন আর জাগরণ।
বহুস্বপ্ন হারিয়ে যায় অগোচরে
কৃষ্ণপক্ষের আবির্ভাবে,
মহাশ্মশানের নীরবতা ভাঙ্গে
রাতের আলোর অভাবে।
চেনা পৃথিবীর ভূতলে অচেনা
অন্ধকারের কারুকাজ,
আতঙ্কিত জনপদ ভীত-ইতস্তত আজ।
ছায়ার কুণ্ডলি অবলীলায় ঘোরে
বিস্মৃতির স্বপ্ন ভাসে ভোরে
জীবনের গলিপথ দোলাচলে,
জাতির স্বপ্ন আজ প্রহেলিকার অস্তাচলে।
(১৬ জুন ২০১২)