কেউ কী বলতে পরে!
কোথায় সুনির্দিষ্ট সীমান্ত রেখা?
কোথায় সৌন্ধর্যের ছন্দ পতন!
কখন জীবনের জড়তা আনে?
কেউ কী জানে!
কোন সীমান্তে হেমন্তের শেষ
কোথায় কখন শীতের জড়তা আনে!
প্রকৃতির কোন লগনে
কোকিলের গানে বসন্ত হাসে!
দক্ষিণা বাতাসে আমের বোলে
কখনো শিমুলের ডালে ডালে
মৌ মৌ গন্ধে দিশেহারা
জীবনের খেলা সঙ্গসারা।
সুনির্দিষ্ট দিনক্ষণ কোনটি?
ফাগুনের আগমনে রঙে মাতে ছিন্ন মন
গাছে গাছে নবীন সবুজ পাতায় ভরে
আবার কেন ঝরে কিসের নেশায়?
(১৯ ফেব্রুয়ারি ২০১০)