সোনালী রোদের নতুন আবেশে দেখা,
নতুনের প্রত্যয়ে সিক্ত প্রীতিরেখা।
মুক্তবাণিজ্যের দূরাভাসে,
ঝড়ঝঞ্ঝা বুকে পোষে।
রুদ্র ভয়াল মোহনায় পানির চাপ,
উদ্দীপনা যেন অকেজো ঘড়ির ছাপ।
প্রীতিরেখার স্তুতির অজস্র পঙক্তি,
নতুন আবেশে বাড়ায় না ভক্তি।
স্নায়ুয়ুযুদ্ধে উড়ন্ত প্রতিবিম্ব খসে পড়ে!
নখের আঁচড়ে অচেতন, ক্ষণে ক্ষণে নড়ে।
উদ্দীপনা আর সজীবতায় ভাসে প্রীতিরেখা,
অনন্ত বিমর্ষতায় ডোবে জাতি, সবাই একা।
(২৩ জুন ২০১২)