প্রেরণা খোঁজ সব কাজে
চিন্তা করো না অযথা বাজে!
আত্মগৌরবে যদি হও অহংকারী
দূর দূর করে তাড়াবে সবাই তারই
ছোটকাজ বড়োকাজ যে যাই করো
প্রেরণা খোঁজ তাতে, মন কেন ছোট করো!
ভেবো না কখনো সবাই বড়ো, কেবল আমি ছোট!
কাজের বেলায় কখনো করো না নিজেকে খাটো।
নকল নবিশ না হয়ে, অর্জন করো যোগ্যতা দিয়ে;
দেখবে গৌরব করবে জাতি তোমার নিয়ে।
অহংকার সে তো মুর্খের প্রতিরূপ,
হিংসা-ঈর্ষা করলে প্রকৃতি হবে বিরূপ।
’কথা কম কাজ বেশী’ মনীষিদের কথা
প্রেরণা খোঁজ ! চিন্তা করো না অযথা।
অন্যের গৌরবে যে দিশেহারা, মেতে ওঠে ধ্বংসে;
লোকে বলে তাকে মুর্খ।ওরে করিস নে হিংসে।
অপরের গৌরবে হতে হবে উল্লাস
তবেই তুমি হবে জ্ঞানীদের সমদাস।
জ্ঞানীদের বাণী, জীবন চলা, মহৎ পথ
প্রেরণা খোঁজ জীবন দর্শনে দিনরাত।
বংশ গৌরব ক’দিনের, ধন ক’দিনের তার
জ্ঞান যদি না থাকে মহৎ কাজ করার।
প্রেরণা খোঁজ জ্ঞানী-গুনি মনীষিদের কাজে,
সময় নষ্ট করো না অবহেলায়, অন্যায় কাজে।
( ২৯ জুলাই ২০১০)