নারী ভালোবাসা চায়, প্রেম দেয়।
নর প্রেমের সুধা নেয়,
নারী তার সবকিছুর মূলে ভালোবাসা;
প্রেমের শক্তিই প্রাণের শক্তি তার আশা।
সকল ক্ষুধায় ভরে দেয় সুধায়
স্বপ্ন সাধে লোভাতুর মনে থাকে না ভয়।
মুগ্ধ করে সে নরকে রূপের মোহতে
রূপ লালসার অপরূপ ভঙ্গিতে।
নর চায় কামনা বাসনায় নারীকে ,
শরীর মন ভোগে সুখে-দুখে।
নারী চায় পুরুষের সুন্দর মন,
উভয় মিলেমিশে কাটাবে জীবন।
কতজন বুঝেছে নারীর হৃদয় মর্ম!
রূপ গুন প্রেম ভালোবাসা নারীর ধর্ম।
নারীর ছোঁয়া পেয়ে জেগে ওঠে প্রকৃতি অরন্য,
প্রেম জয়ে সেতো ধন্য অনন্য।
হৃদয় মন নিয়ে খেলা, এ লোভি জগত অভিশপ্ত!
নারীর হৃদয় ব্যথা অশ্রুসিক্ত।
এরা লোভী অতিলোভী, তবে পূজা চায়;
আদর সোহাগে ভরে দেয় ভালোবাসায়।
ভীরু মন তবে এরা দেবী,
প্রেম ছলনা কামনা বাসনায় পারে সবই।