মায়াবি মমতায় ডাকে গীত সুরে
প্রাণ সখা কেন আসে না ফিরে!
             দুরু দুরু বুকে
আঁখি টলমল লাজুক চোখে!
নারী চায় কর্মঠ পুরুষ অনাদি কাল থেকে,
আদর সোহাগ ভালোবাসায় থাকবে সুখে।
নর চায় প্রেমময়ী সুন্দরী সতী ললনা,
প্রেম ভালোবাসার সংসারে থাকবে না কোন ছলনা।
কর্ম দোষে অভিশপ্ত আবার কখনো সে পূজারিণী,
নারী ! স্বামী টাকা গাড়ি বাড়ি সবই চায়, তাও জানি!
কেউ শুধু পতি চায়
পতিতেই সন্তষ্ট রয়।
এ কেমন ভালোবাসা ক্ষুধাতুর নারীর মনে!
প্রেমের যাদুতে সংসার ভরে দেয় ধনে জ্ঞানে।
বুকে থাকে তার প্রেম যমুনা যেন ব্যথাতুর
কেঁপে ওঠে তপ্ত হিয়া প্রেম সিন্ধুর
যৌবনে মালা গাঁথে সঙ্গোপনে
যুবক যুবতীর ভুলো মনে।
নারী ফুটায় ফুল
ত্রিনয়নে প্রেমের মুকুল,
সবুজ প্রকৃতির শ্যামল ছায়ার মাঝে
ভালোবেসে প্রার্থনা সারে আপন কাজে।



                                  (১৫ নভেম্বর ২০০৯)