অপেক্ষার পথ থেমে গেছে
যৌবনের সোনালী রৌদ্রে।
শূন্যতার প্রগাঢ় অন্ধকারে।
  এসেছি সেই কবে স্মৃতির গোধুলি বেলায়,
দৃষ্টিহীনের সাথে অবেলায়।
অপেক্ষার পথ অনন্ত চিরকাল,
অনাকাঙ্খিত প্রতীক্ষা আগামীকাল!
পড়ন্ত বয়সে ধসে পড়ে আশা
শূন্যতার প্রগাঢ় অন্ধকারে।
নীরবে চলে গন্তব্যে  একান্ত মহিমায়,
বিভ্রম বাঁচিয়ে, জীবন জীবিকার পথে।


(১২ জুলাই ২০১০)