বীর বাঙালির মানস পটে
          আকাশ জয়ের স্বপ্ন দেখে,
বাংলাদেশের হৃদয় পটে
        সোনালী দিন সবার চেখে।
স্বপ্ন দেখে স্বপ্ন আঁকে
        মুক্ত স্বাধীন স্বদেশ আঁকে,
বীরের রক্তে স্বপ্ন বোনে
           স্মরণ করে গানে গানে,
মানস কোণে হৃদয় মনে
             বঙ্গ বিজয় আত্মদানে।
বীর বাঙালি বীরের জাতি
          বিশ্ব জোড়া সুনাম খ্যাতি
জ্ঞান বিজ্ঞানে ছড়াও জ্যোতি
      সাম্য আজ হোক সবার নীতি।
(১০ ফেব্রুয়ারি ২০১২)