পতাকা
আমাদের স্বাধীনতা আমাদের পতাকা
সবুজের বুকে উদিত সূর্য আঁকা
রাখালি গানের সবুজ দেশ
শিল্পীর তুলির আদরে আঁকা বেশ।
আমার প্রিয় বাংলাদেশ
জাগ্রত জনতার দেশ।
আমরা হটিয়েছি শয়তান
বাংলার নব উত্থান,
জয় তব ভগবান।
আমাদের স্বাধীনতা, আমাদের স্বার্থকতা
বিশ্বের বুকে উদিত সূর্য আঁকা
আমাদের স্বাধীন পতাকা
কবিতা গানে বাংলাকে দেখা
জয়ের নব উত্থান
জয় তব ভগবান।
চারিদিকে আজ বেজেছে ডঙ্কা
আমরা কাটিয়েছি ভয় শঙ্কা।
ধিক্কার দিচ্ছে ঐ দেখো জনগন
বাংলাকে যারা করেছিল অসম্মান
স্বাধীন পতাকার মান
বিজয়ের নব উত্থান
জয় তব ভগবান।