মানুষের লোভ, অতিসুখ, আরামে, উৎপাদনে পৃথিবী হচ্ছে উত্তপ্ত;
ঝড়, বজ্রপাত, দাবাদাহ, বন্যা, খরা আমাদের কারণেই অভিশপ্ত।
বিত্ত বৈভবে ভূগি হীনমন্যতায়,
চুক্তির বেড়াজালে প্রকৃতি অসহায়!
বিকৃত লালসায়, হিংসায়পূর্ণ, সীমাবদ্ধ জ্ঞানে প্রকৃতি বিপর্যয়,
আমাদের ভুলে, স্বীয়স্বার্থ হাসিলে আমরাই অহরহ ডাকছি বিপর্যয়।
খাদ্য আর জীবিকার সন্ধানে প্রকৃতি বিপর্যয়,
অতিরিক্ত জনসংখ্যার চাপে পরিবেশ অসহায়।
মানুষের নিঃশ্বাসে নিঃশ্বাস
প্রকৃতি হারাচ্ছে বিশ্বাস।
প্রকৃতি-পরিবেশ এর ইতিহাস বিচারে, এর মূলে মানুষ
বিপর্যস্ত পরিবেশ ঠেকাতে কখন ফিরবে আবার হুশ।
ওরে ভয় নাই, ভয় নাই, জেগে ওঠো পরিবেশ রক্ষায়,
পরিবেশ বাঁচাতে করোনা আর এতোটুকু সময় অপচয়।
হিংসা ঈর্ষা লোভ ভুলে
ধনী গরিব রাষ্ট্র মিলে!
শপথ নিলে ফিরে পাবো নতুন সুন্দর ধরিত্রী আবার,
পারবো ঠেকাতে বিপর্যয়। সুন্দর প্রকৃতি যে সবার।