বিশ্বে প্রতিটি জীব আপন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত,
সকল প্রজাতির জীব, জাগতিক বিশ্বে গুরুত্বপূর্ণ।
জীবের অস্তিত্ব হুমকির সম্মুখীন
বনভূমি বিলুপ্তিই তার কারণ!
উদ্ভিদ প্রাণিকুলের বিলুপ্তির প্রভাব আজ পরিবেশে,
এ কথা বুঝাচ্ছে মানুষকে, পরিবেশবিদরা অবশেষে।
অহরহ যত্রতত্র করছি রাসায়নিক ব্যবহার পরিবেশে,
পরিবেশের পরিবর্তন মঙ্গলকর নয় কোন দেশে।
প্রতি বছর বিশ্ব প্রকৃতি
ধরণী হারাচ্ছে একটি প্রজাতি!
গত চারশত বছরে পৃথিবী ৩৬ প্রজাতির স্তান্যপায়ী প্রাণী,
সেই সাথে বিলুপ্ত হয়েছে ৯৪ প্রকার পাখি, তাকি জানি!
শিল্পে উন্নত ধনীদেশ আর তার শহরগুলো দেখো বিশ্বে,
মৃত্যুর দিকে ঠেলেছে আমাদের প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে।
শিল্পের বর্জপদার্থ আর গ্যাস
বিশ্বকে দিচ্ছে ধবংসের আভাস!
যানবাহন কলকারখানার কালো ধোয়া আর বিকট শব্দ,
মস্তিষ্ক বিকৃতি, অন্ধ, বোবা আর পরিবেশকে করছে দগ্ধ।
উন্নয়নশীল রাষ্ট্রগুলো ভুগছে স্নায়ু চাপে,
কিছুই পারছে না প্রভাব শালীর চাপে।
পারছে না বর্জ শোধন
না পারছে করতে বর্জন!
প্রতিবছর কোটি কোটি ব্যারেল বিষক্ত বর্জ,
এর প্রভাবে প্রকৃতি হারাচ্ছে তার আপন ধৈর্য।