ওজনস্তর ক্ষতির ফলে, সূর্যের অতিবেগুনি রশ্মি,
পৃথিবীর উপরি ভাগে চাপ তাপ বাড়ছে বেশি বেশি।
গলছে বরফের স্তুপ
প্রকৃতি তাই বিরূপ!
সমুদ্র নদীতে পানির স্তর বাড়ছে, এর মূলে দূষণ,
সমুদ্র তীরবর্তী দেশ প্লাবিত, মানুষই তার কারণ।
হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, রাসায়নিক বিস্ফোরক,
মাস্টার্ড গ্যাস, কাঁদুনে গ্যাস, বিষক্ত গ্যাসে ধবংস সর্বাত্নক।
কীটনাশক ওষুধ, রাসায়নিক সার
প্রাণিকুলের বসতি ভেঙ্গেছে দুয়ার!
সুন্দর বনভূমি থেকে বহুপ্রাণি আজ দেখো বিরূপ
ডাইনোসর, ডুডুপাখি আজ নিয়েছে গল্পের রূপ।
পরিবেশ রক্ষা করতে হলো ‘রিও’ ধরিত্রী সম্মেলন,
চুক্তি পড়ে আছে , চুক্তিতে নেই মুক্তির প্রতিফলন।
তবুও নিতে হবে উদ্যোগ
নতুবা পেতে হবে দূর্ভোগ!
অক্রিজেন কমবে, কার্বন-ডাাই-অক্রাইড হবে ধবংসের কারণ,
প্রকৃতি ভারসাম্য হারিয়ে, রোগ ব্যাধি পাল্টাচ্ছে তার ধরণ।
গাছ কাটতে কাটতে উজাড় করছে বনভূমি, হচ্ছি নিঃস্ব,
এভাবে চললে, অচিরেই হারাব বিশ্ব বিচিত্র ধরণীর সর্বস্ব।
গাছ পরিবেশের দাস
বসুন্ধরা ছাড়ে দীর্ঘশ্বাস!
প্রতিটি দেশে দরকার আয়তনের ২৫ ভাগ বন,
বনভূমিই রক্ষা করে প্রকৃতিকে, বাঁচায় জীবন।