গোপন পর্দায় দুলছে জাতির বিবেক
মেঘে ঢাকা সারাবেলা,
প্রকাশ্যে উড়ছে অগ্রন্থিত কথামালা।
রক্তের রনাঙ্গনে দ্রোহের প্লাবন পরাভূত!
বিভেদে ঢেকেছে জাতির অর্ন্তজগত।
শূন্যের মাঝে বিরাজ করে লীলাময় খোয়াব,
মহাকালের বালিয়াড়িতে ডুবছে মুক্তচিন্তার ভাব!
লেলিহান শিখায় জ্বলে বীরের অহংকার,
জাতির বিবেক জাগে না, স্বার্থ যে বড় সবার!
জাতির বিবেক থমকে দাঁড়িয়েছে পর্দার আড়ালে,
মিথ্যা ছলনা আর ভ্রান্ত ধারণার গুজবে দিন চলে।
রক্তের হোলিখেলা মহাকালের বুকে ক্ষতচিহ্ন,
জাতির বুকে তারই পদচিহ্ন।
পর্দার আড়ালে কুচক্রীমহল ফন্দি আটে,
সম্মুখে জাতির বিবেক মুক্তচিন্তায় ছোটে।
সমাজসেবী, সুশীল সমাজ ঘোরে ধান্ধায়;
মিডিয়ার সমনে মুখোরোচক বাণীতে
সেবক দেখায়।
আখের গোছাতে ব্যস্ত, যা পায় তা খায়;
কৌশলে সরকারি ত্রাণ লুটেপুটে নেয়।
বিবেক জাগে না, পর্দার আড়ালে থাকে
তাদের কুর্কীতি;
দেশের স্বার্থ, দলের স্বার্থ ভুলে
ব্যক্তি স্বার্থ, টাকা পাচারই তাদের নীতি।
মিছিলে মিটিং এ বড় বড় বুলি,
যেন মহান নেতা;
পর্দার আড়ালে রাজকীয় জীবন,
জানে না জনতা।
(১১ এপ্রিল ২০১৩)