রাজনীতিটা নীতি অন্য রকম
নির্বাচন এলে হয় মাঠ গরম
আমারা বোকা
দিচ্ছে ধোকা
আবার গুজব ছড়ায় করছে কান গরম।
বড়ই চতুর, রাজনীতিতে সুবিধা বুঝে ফায়দা লোটে বেশ,
আমার নামে গুজব ছড়ায় বিক্রি করো দেশ
দেশ দরদী সেজে পাচার করে রোজ
জনগনের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে করছে ভুড়িভোজ।
অন্তরে বিষ মুখে মধু এমন নেতা দেশ করে শেষ।
রাজনীতিতে ছলচাতুরি,
চামচামিতে বাহাদুরি।
নির্বাচন এলে তাই জন দরদি যায় বেড়ে বেশ,
সমাজ সেবক জনদরদী বিশেষণের নেই শেষ।
এমন নেতা দেশে আজ ভুরিভুরি।