অমাবশ্যার নিকষ কালো অন্ধকারে,
কিংবা পূর্ণিমার মোহনীয় চাঁদের ঘরে;
নয়ন ভোলানো আলো আঁধারের রঙ সর্বহারা,
প্রকৃতির ডুব সাঁতারে অজানা রহস্যে ঘেরা।
অর্বাচনীয় যাদুর সুর তোলে ছন্দে,
মুগ্ধ জীবন এলোমেলো নীরব দ্বন্দ্বে।
উচ্ছ্বাস উম্মাদনা রৌদ্রকরোজ্জ্বল,
আচ্ছন্নতায় ভরে ওঠে চোখ ছলছল।
তারাভরা আকাশে দোলে উপকূল,
রোদনভরা ছোঁয়ায় ছুঁড়ে ফেলে ফুল।
ভোরের আলোয় চুষে নেয় রৌদ্ররস,
ফুঁসে ওঠে তরঙ্গ, রক্তে ভাঙ্গে অলস।
আঁধার জ্যোৎস্না ছেড়ে ভোরের আলোয় চুমুক,
মুকুলে মুকুলে প্রজাপতি ওড়ে, প্রকৃতির সুখ।
এ দেহের পীড়নে জড়ায় নারীর অধর,
স্পর্শসুখ ভরা ঘ্রাণে দোলে পরস্পর।
(২৩ জুলাই ২০১২)