পকেট শূন্য যে মাসে ,
খরচ বাড়ে সে মাসে;
আয়ের চেয়ে ব্যয বেশী ।
তখন ধার দেনা পাওয়া দায়
দু’হাত মাথায়, শুধুই হায় হায়!
পাওনা দারের টাকা দিতে হবে!
শূন্য পকেটে কাকে সে কথা বলবে!
নিম্ন আয়ের সংসার চালাতে পকেট ফাঁকা
বাজারে কে শোনে কার কথা!
খরচের খাতা আরও দীর্ঘ হয়।
(২০ জুন ২০১০)