দল বদল আর জোট বদল
যতই করো নীতি বদল,
টাকার লোভে ক্ষমতার লোভে
করছো তাই বিবেক বদল।
উন্নয়ণের রাজনীতির নামে
যোগ দিচ্ছে সাম্প্রদায়িক ষড়যন্ত্রে,
বিভ্রান্তি আর মিথ্যা প্রচারে
ধুকছে আজ গণতন্ত্রে।
নীতি আদর্শের বালাই নাই
আপোষ শুধু ফায়দা লোটায়,
সুয়োগ বুঝে ঝাঁপিয়ে পড়ে
অর্থ লোভে মত্ত নেশায়।
অবৈধ লুটপাট আর ভোগ বিলাসে
সরকারি দল করবে বলে,
জার্সি বদল সময় বুঝে
যোগ দেয় তাই সরকারি দলে।
মুজিব কোটে মুজিব বন্দনায়
রাজাকার পুত্র নীতি নির্ধারক হয়,
দেশ বিরোধী গায়ের গন্ধটা
দেশপ্রেমি সাজে মুক্তিযুদ্ধের বন্দনায়।
দল বদলে লজ্জা-শরম নেই
অর্থ লোভ যে মত্ত সেই।
তাই সবখানেতে আজ
দুর্নীতির ঐ কালো থাবা,
হরিলুটের জলসা বসায়
লুটপাটে খবর রাখে কেবা।
স্বার্থ ছাড়া কিছুই বোঝে না
দেশ-জাতির ভয়ঙ্কর,
দল বদলের অনুপ্রবেশকারীরা
সব সময় সবার জন্য ক্ষতিকর।
(২৬ নভেম্বর ২০১৮)