ছায়াময় বনের পথে চলছি
পত্র পল্লবের শিহরণে,
আহ্ কি মায়াবি বন্ধন!
এক গাছের সাথে অন্য গাছের মায়ার মিতালী
স্বপ্নময় অবাক ফুলের বর্ণসুষমা।
মনকে রাঙিয়ে তোলে
বনফুলের অচেনা গন্ধের প্রশান্তিতে।
হাজার গাছের পত্র-পল্লবের ফাঁকে
চেনা-অচেনা পাখির কলরব
জীবন শান্তির প্রশস্তিতা বাড়িয়ে দেয়।
কখনো ঝরাপাতা বৃক্ষে হলুদ ফুল
আবার কখনো সবুজ বসন্তের প্রবাহমান।
আমের বোলের ফাঁকে কোকিলের ডাকাডাকি
দোয়েলের লেজ নাড়ানাড়ি
মাতিয়ে তোলে
জাগিয়ে তোলে শিহরণ,
কাঠবিড়ালীর লাফালাফিতে জাগে উচ্ছ্বাস
ছায়াময় বনাপথের বুনো হাওয়ায়
চিরহরিৎ পত্র-পল্লবের ছায়ায়।
অজানা ফুল-পাতার চুম্বন পায়ে
যেন লজ্জাবতী লতার শিহরণ গায়ে।
পত্র-পল্লবের বুনোপথ,
আহ্ কি মায়াবি বন্ধন!
(১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার।)