ব্রতচারী সূর্যাস্তের
মর্মর ধ্বনিতে অভয় অরণ্যে,
মায়াবী স্নেহের বৃক্ষশোভিত ঘেরাটোপে।
নিরীক্ষণ শেষে প্রগাঢ় স্বরে বলে,
চলে আয় এখানে।
রাতভর কণ্ঠস্বরে
আবেগ রুদ্ধ জ্যোৎস্নাময় স্নানের গভীরে,
তারপর যুদ্ধংদেহী বিনাশী দিগ্বিদিক জ্ঞানশূন্য
তারপর বিতৃষ্ণায় রুগ্নফুসফুস খোঁজে
চন্দ্রমুখী নদীর জল।
নিস্তব্ধ প্রকৃতির মায়াবী স্নেহে
মিশে যায় রাতের গভীরে
নভোনীলে জাগে জাগতিক আশা।
মর্মধ্বনির মায়াবী ভোরে
চন্দ্র লোকের সহমর্মিতায় ছোটে
সারল্যের মায়াজলে, ছায়াতলে।
ডুবে যায় একাদশী চাঁদ।
পথিক পথ খোঁজে ঢুলুঢুলু চোখে
জোনাকি আর জ্যোৎস্নার সখ্যতায়।
(১৬ মে ২০১৬, সোমবার, ০২ জ্যৈষ্ঠ ১৪২২)