নব অভিযানে
        ছুটছে খেয়াযানে
                    উধর্বপানে।
চাঁদের দেশে
         বিজয়ের উল্লাসে।
                   জ্ঞান বিজ্ঞানে
  নব নব উত্থান
            সম্মুখে ধাবমান।
  সৃষ্টিতে বিজ্ঞান মহীযান
             গ্রহ নক্ষত্রে অভিযান।
  নব নব আবিস্কার
          ধবংসে আবার ভযঙ্কর।