জীবন বেদনার কষাঘাতে আজ বিদ্ধস্ত
কালের মুহূর্তগুলো অকর্ষ্যৎ এলোমেলো
জটিল প্যাঁচে হাঁটছি পরাবাস্তব কক্ষপথে
অভিমানীর মায়াজালে।
আঁধারে ঢেকে দেয় কালের জ্যোৎস্না
ফুলপরি হাসে, দুলে ওঠে স্বপ্ন!
তবু, নিয়তির মারপ্যাচে চলি
চিরচেনা জীবন বেদনার কক্ষপথে।
কক্ষচ্যুত তারাখসার মতো
আপন গতিতে ভূতলে।
(১৭ অক্টোবর ২০১৩)