বিপথ থেকে আয় ফিরে আয়
আয়রে আমার তরুণ,
আলোর পথে মূল্যবোধে
আয় ফিরে আয়
আয়রে আমার তরুণ।
বৈষম্য আর বিভেদগুলো
গুড়িয়ে দিতে তোমরা পারো
জাতির বিবেক জাগিয়ে দিতে
তরুণ সমাজ তোমরা পারো।
আন্দোলনের হাতিয়ার -
সম্মুখে তোমার গতিপথ,
ভুল বুঝো না,
বন্ধ করো অন্ধপথ।
আলোর পথে আন্দোলনে
জাগিয়ে তোল মূল্যবোধ
আর নিয়ো না প্রতিশোধ।
দুর্নীতি আর স্বজনপ্রীতি
দূর করে দাও সমাজ থেকে
রুখে দাঁড়াও তরুণ সমাজ!
ফিরে এসো বিপথ থেকে।
জাগিয়ে তোল জাতির বিবেক,
আলোর পথে মূল্যবোধ,
মুক্তচিন্তার স্বপ্নগুলো
তোমরা পারো জাতির বিবেক
জাগিয়ে দিতে।
(১৯ মার্চ ২০১৬, ০৫ চৈত্র ১৪২২, শনিবার)