আমাদের আছে ত্রিশ লাখ শহিদের
রক্তে সিক্ত বাংলার ইতিহাস,
দু’লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর
নিপীড়িত জনতার বেদনার দীর্ঘশ্বাস।
সেই বেদনার ক্যানভাসে জ্বলে ওঠা
বীরাঙ্গনাদের সাহসী বিক্ষোভ,
শুকাতে পেরেছি কি ক্ষত!
ভুলতে পেরেছি কি বাঙালির সেই শোক!
তেজোদ্দীপ্ত অঙ্গিকারে আমাদের পথচলা,
জাতিসত্তার আলোক শিখায়।
ভাষা শহিদেরা শক্তি যুগিয়েছে ,
উদ্দীপ্ত করেছে প্রতিবাদী বহ্নিশিখায়।