পরিকল্পনার গভীরতা আর ব্যাপ্তির বিকাশে
আগামীর পথে যাও এগিয়ে,
দৃঢ়-দীপ্ত শপথে - ইস্পাত কঠিন মনোবল নিয়ে।
অন্তরে লালন করো মুক্তবুদ্ধির অভিপ্রায়,
আর মননশীল চিন্তার সাথে গভীর জ্ঞানের সমন্বয়।
তোমরা তরুণ জ্ঞানের শিখা, হয়ো না পথ ভ্রষ্ঠ;
তোমরা ব্যর্থ হলে পথ হারাবে জাতি-রাষ্ট্র।
শোককে করো শক্তি আর জ্ঞানকে করো বৃদ্ধি,
উর্বর করো মস্তিষ্ক, জ্ঞান ভাণ্ডার করো সমৃদ্ধি।