হারিয়ে খুঁজেছি বারবার
আজ এ বসন্ত দিনে আবার,
ভালোবাসার রাখি বন্ধনে
চিত্ত দোলানো প্রেম কাননে।
আঁধারের লীলাখেলায়
সবুজ পল্লবের আনাগোনায়,
ধরিত্রীর বুকে নতুন প্রাণ
উল্লাসে জেগে, গেয়ে ওঠে গান।
জীবন্ত অনন্ত ভালোবাসায়
নতুন জীবনের আশায়।
হারিয়ে খুঁজেছি বারে বারে
ঋতুরাজ বসন্তের দ্বারে,
চিত্তলোকে প্রেমের জয়গান
জেগে ওঠে নতুন প্রাণ।
শিমুল ডালে কোকিলের কলরবে
আমের বোলের অপরূপ সৌরভে,
মৌমাছির গুঞ্জরনে
জেগেছি আজ বসন্ত দিনে।
চিত্ত দোলানো প্রেম কাননে
হারিয়ে খুঁজেছি বসন্ত ঘ্রাণে।
ভালোবাসার রাখি বন্ধনে
জেগেছে বাংলা আজ এ বসন্ত দিনে।
( ২৬ ফেব্রুয়ারি ২০১১)