ঝিরঝিরে বাতাসে
তারা ভরা আকাশে,
পূর্ণিমা চাঁদ জোছনা ছড়ায়
ঢেউয়ের ওপর অপরূপ মায়ায়।
রাতের আকাশে মায়াভরা ছবি,
রাঙিয়ে তুলেছিল অপরূপ সব-ই।
পুকুরের পানিতে জোছনার ঝিকিমিকি ঢেউ,
নারিকেল পাতার উপর বসে আছি, পাশে নেই কেউ!
কাঁপছে রজনী, কাঁপছে বুক রূপ মাধুরিতে ঝোকে
স্বর্গ নেমে এলো প্রকৃতির মাঝে এই বুকে।
স্বর্গ-মর্ত্যরে মহামিলনের এ ঊষাতে,
তারাভরা নির্জন জোছনা রাতে।
কোন এক জোছনাতে
ভরা পূর্ণিমাতে।
(২৭ নভেম্বর ২০১১)