সুগভীর মমতার ঘ্রাণ
নিরন্তর বাংলার প্রাণ,
প্রকৃতির অনন্ত গভীরে
বসন্ত বাংলা জাগে ভোরে।
নিসর্গ আর ঐতিহ্যের রূপ
এখানে জীবন প্রকৃতি অপরূপ,
শিল্পীর আপন ক্যানভাসে আঁকা
নদী যেন নিসর্গ নারীর দেখা।
ফুল-পাখির অপূর্ব শোভা
সর্বত্র মায়াবী বসন্তের প্রভা,
প্রকৃতি তার রিক্ততা ছেড়ে
নতুন কুঁড়িতে ওঠে বেড়ে।
শূন্যতা ভরে দেয় বুকে
প্রকৃতি উজাড় করে দেয় বাংলাকে।
প্রাণের উচ্ছ্বাসে প্রেমিক উচ্ছাসিত
বসন্ত স্বপ্নে বাংলা আলোকিত।
(২৩ মার্চ ২০১২)