স্বপ্ন পোড়া চোখে তব
               অভিশাপের নোনাজল,
কল্পকথার বিদীর্ণ ফাঁদ।
               অন্ধকার উপেক্ষা করে
দুরন্ত বাতাসে চুপিসারে,
রাত্রির শেষ প্রহরে নেমে যাই
                            নোনাজলে।
সৌজন্য বিনিময় ছেড়ে
                 এক মুঠো স্বপ্ন নিয়ে
দুঃসময়ের দৃঢ় প্রত্যয়ে
                হেঁটে চলি নোনাজলে।
কপোতাক্ষের বাঁকে বাঁকে
     উল্লাস ছেড়ে ভোরের আলোতে।
দুরন্ত জল খেয়াঘাটে
                     পোড়াচোখে ঝরে
অভিশাপের নোনাজল।
            পথের শেষে আকাশ খুঁজি
মন শিকড়ের কল্পলোকে,
          দিনের অভ্যর্থনা লেজগুজে
প্রতারকের ফাঁদে পা বাড়াই।
          দুরন্ত বাতাসে টিপ্পন কেটে
শুষে নেয় সুরভি ঘ্রাণ,
            চিহ্ন এঁকে দেয় দু’চোখে
নোনাজলের অভিশাপ ধারায়।
          ছুটে চলে সুপ্রভাতের দিকে
দৃঢ় প্রত্যয়ে খুশির জোয়ারে
                  ফিরে আসে বারবার
মরীচিকার ফাঁদে পড়ে
                  ঘূর্ণির গোলক ধাঁধায়।
অবশেষে থাকে শুধু
                 অভিশাপের নোনাজল।



(২৯ জানুয়ারি ২০১১)