তোরা অবুঝ থেকে মুখবুজে সব সহ্য করিস্
মিথ্যাকে সত্য বলে কেমনে সব চালিয়ে দিস্।
তোরা কেমনে পারিস্
না বুঝে অন্ধের মতো বিশ্বাস করিস্
আমার তো সহ্য হয় না
আর শুনবো না তোদের কোন বায়না।
তোরা নবীন লেখাপড়া চালিয়ে যারে,
তোদের ভাবনা কিসের! ধরবি সব জোরে শোরে।
যদি তোরা অবুঝ থাকিস
মুক্তি সেথায় খুবই দুরূহ,
বইয়ের সাথে মিতালি করিস
চুক্তিতে কি হয় অর্থবহ!
তোরা জাতির মুক্তির ইতিহাস পড়,
কার ভূমিকা কি ছিল দেশ গড়ায়? জানতে বই পড়।
আপন আপন ধর্মীয় গ্রন্থ পড়
জ্ঞান বাড়াতে বই পড়।
বক্তৃতা, বিবৃতি, মুখোরোচক গল্পে মগজ ধোলাই হোসনে,
সাম্প্রদায়িকতার লেবাসে মিথ্যা ইতিহাস শিখিসনে।
বই পড়, সত্য ইতিহাস শেখ, চল সামনে;
মিথ্যাকে বারবার বলে বলে, জ্ঞানপাপী হোসনে।
স্বার্থের খাতিরে মুখোরোচক গল্পে ভুল বোঝাবে
বই পড়, সঠিক জান, বিবেক জাগ্রত হবে তাতে।
তোরা নবীন। তোরা জাতির প্রাণশক্তি
ফেসবুকে, ইউটিউবে মগজ ধোলাই হোসনে;
ভিত্তিহীন তথ্যের লাইক, ষ্ট্যাটাস দিসনে।
তোরা নবীন, তোরা অবুঝ, সময় সুয়োগে
তোদের মগজ ধোলাই করবে!
ধর্মীয় কিংবা কবিতা-উপন্যাস পড়লে
সঠিক ইতিহাস জানতে পারবে।
(১৮ জানুয়ারি ২০১৯)