কি অদ্ভুত! নির্বিকার নিত্যদিনের ঘটনায়
দৃষ্টির সীমানা ছেড়েছে আমাদের লোকালয়!
সভ্যতার দাবি তোলে সুখে
মিথ্যার নির্মিত মুখে;
সফল হাঁসি হাঁসে আমাদের লোকালয়ে,
কে কার কথা শোনে! চলি ভয় সয়ে সয়ে।
সুরম্য নগরীর পীচ ঢ়ালা রাজপথে,
কর্দমাক্ত পিচ্ছিল মেঠো পথে!
স্বযত্নে লুকানো মুখোশ পরা চতুর মুখ।
কেই পায় সুখ, কেউ হয় বিমুখ।
কি অদ্ভুত! নির্বিকার নিত্যদিনের ঘটনায়,
সময়টা বারবার গলাটিপে ধরে
আর দিনরাত ইতিটানে ঘটনায়।