যে কথা আছে বুকে
বলা যায় না মুখে,
ব্যথা আরো বাড়ে অভিমানে কাঁদলে
ধু ধু করে বুক ; আনমনে চেয়ে থাকলে,
বাঁধনহারা নদীর বাঁকে
জল ছলছল চোখে
নিত্য তারই ছবি আঁকে
নিশিভোরে।
মুখের কথা বুকে থাকে
শান্তি লুকায় মরণ বাণে
নিশিভোরে ঝঞ্ঝারাতে
বেদনার ব্যথা থাকে বুকে
লুকায় আঁখিপাতে নিশিভোরে।